1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

রাফাহর ৬০ শতাংশ ইসরায়েলের দখলে!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯৯ বার পঠিত

ইসরায়েলি বাহিনী দাবি করছে ফিলিস্তিনের গাজার রাফাহ অঞ্চলের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন নিজেদের দখলে। স্থানটিতে গত ৪০ দিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আলজাজিরার খবরে বলা হয়েছে, গত সোমবার (১৭ জুন) ইসরায়েলি বাহিনী বলেছে, রাফাহর শাবোরা, ব্রাজিল, তাল আস-সুলতান ও ফিলাডেলফি করিডর এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা।

রাফাহ অভিযানের ৪০ দিনে এখন পর্যন্ত ২২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া এ অভিযানে তিন শতাধিক জন ইসরায়েলি সেনার আহত হওয়ার কথাও স্বীকার করেছে তারা। অভিযানে মোট ৫৫০ জনের বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার কথাও দাবি করেছে তারা।

এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ২৪ ঘণ্টায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ৩৭ হাজার ৩৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ৪৫২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত