1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

নাটোরে সনাতন ধর্মালম্বীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

নাটোরে সনাতন হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর শহরের মহাপ্রভুর মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. প্রসাদ কুমার তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম।বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত (নাটোর- নলডাঙ্গ) সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, সম্মিলিত পেশাজীবী বিভাগের সভাপতি প্রফেসর মোঃ সাইদুর রহমান, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যাম সুন্দর আগরওয়ালা, নাটোর পূজা উৎযাপন পরিষদের উপদেষ্টা প্রফেসর সুবীদ কুমার মৈত্র অলক, নাটোর জেলা পূজা উৎযাপন পরিষদের সহ- সভাপতি এ্যাড. খগেন্দ্রনাথ রায় ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোঃ আতিকুল ইসলাম রাসেল।
নেতৃবৃন্দ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূর্গা পূজা। এই উৎসবকে তারা যেনো সুন্দর সুশৃংখল ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে তার সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াতে ইসলামী।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত