‘স্বাস্থ্য সেবায় এনজিও’র সম্পৃক্ততা’ বিষয়ক মতবিনিময় সভা আজ ( ৮ই ডিসেম্বর) রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এনজিও বিষয়ক ব্যুরোর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ নূরজাহান বেগম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আনোয়ার হোসেন।
মতবিনিময় সভায় বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা বিভিন্ন দেশী-বিদেশী এনজিও প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসব এনজিও সমূহের স্বাস্থ্য নিয়ে চলমান সেবা ও তাদের সমস্যা সমূহ এবং সরকারি বেসরকারি হাসপাতালগুলোর পাশাপাশি এনজিওসমূহ কিভাবে আরও ভালোভাবে স্বাস্থ্যসেবায় ভূমিকা পালন করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে এনজিওসমূহ কী ধরনের ভূমিকা পালন করতে পারে তা নিয়েও আলোচনা করা হয়। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এনজিওগুলোকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেন।