মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাজ্যে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ফক্স নিউজের খবরে বলা হয়, হেলিকপ্টারে সমস্যা দেখা দেওয়ার পর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে অন্য একটি হেলিকপ্টারে করে গন্তব্যে পৌঁছান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সামান্য হাইড্রোলিক সমস্যার কারণে বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেডে পৌঁছানোর আগেই স্থানীয় একটি বিমানবন্দরে অবতরণ করেন। পরে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে ওঠেন।
এই ঘটনার কারণে ট্রাম্প প্রায় ২০ মিনিট দেরিতে পৌঁছান। তবে হোয়াইট হাউস এ বিলম্বের কারণ ব্যাখ্যা করেনি।