আসন্ন দুর্গা পূজা-২০২৫ উপলক্ষে হিন্দু-মুসলিমের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। পূজা চলাকালে মসজিদ সংলগ্ন মন্দির গুলোতে নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামী ফাউন্ডেশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব, চলবে ২ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত। তাই রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে উৎসব চলাকালে হিন্দু-মুসলিমের ধর্মীয় বিশৃঙ্খলা এড়াতে আযান ও নামাজের জামাতের সময় মসজিদের আশেপাশের মন্দিরগুলোতে সকল বাদ্যযন্ত্র বন্ধ রাখার অনুরোধ করা হল।

এছাড়া, সনাতনীদের অধিকতর সচেতনতার উদ্যেশ্য, পূজা চলাকালে আযান ও নামাজের নির্ধারিত সময় সময়সূচি পুন:প্রকাশ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী জুম’আর নামাজসহ অন্যান্য নামাজ ও আযানের জন্য বাদ্যযন্ত্রের বিরতিকালগুলো হবে ফজরের জন্য সকাল ৪.৩০ হতে ৫.৪৮ পর্যন্ত, যোহরের জন্য ১২.৩০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত (জুমআর দিনে ১২.১৫-২ টা), আসরের জন্য ৪.০০-৪.৫০টা, মাগরিবের জন্য ৫.৩৫-৬.২০টা এবং এশার নামাজের জন্য এ বিরতিকাল হবে রাত ৭.১০ থেকে ৮.১৫ পর্যন্ত।

এছাড়া, যেসব এলাকায় মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থিত সেসব এলাকায় ফজরের নামাজ ও পূজার বাদ্যযন্ত্র ব্যবহারের বিষয়ে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতকে পারস্পরিক আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, হিন্দু ভক্তদের সুরক্ষা দেয়ার জন্য প্রতিবছর শরৎকালে দেবী দুর্গা পৃথিবীতে আসেন। তথাপি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায়, হিন্দু-মুসলিমের ধর্মীয় সংঘাত এড়াতে ড. ইউনুসের সরকার এমন নির্দেশনা জারি করেছে।

By News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *