ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমণি প্রায়ই থাকেন খবরের শিরোনামে। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে নানা আলোচনা। 

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশো’তে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

সঞ্চালকের প্রশ্নে তিনি আরও জানান, তিনি এখন সিঙ্গেল নন। তবে কার সঙ্গে সম্পর্কে আছেন তা স্পষ্টভাবে জানাননি।

বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, আমি একবার বিয়ে করেছি। শরীফুল রাজের প্রসঙ্গ উঠলে মজা করে তিনি বলেন, ‘জানি না, ওরা মনে হয় সৎস্বামী- যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

রাজের সঙ্গে বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে পরীমণি আরও বলেন, ‘রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল না। আমার জীবনে কিছুই ভুল না, সবকিছুই অভিজ্ঞতা।’

অভিনয় ক্যারিয়ারের আগেই তিনি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন বলে জানান পরীমণি। ইসমাইলের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে তাদের ছবিও ছড়িয়ে পড়ে। পরীমণি বলেন, “হ্যাঁ, ইসমাইল আমার সৎস্বামী ছিল।”

By News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *