নাটোরের বড়াইগ্রামের কচুগাড়ি এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৫ অক্টোবর) কচুগাড়ি গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় বিলে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে বড়াইগ্রামের কচুগাড়ি গ্রামের নৌকা ‘ফাতেমা এক্সপ্রেস’ প্রথম স্থান অর্জন করেছে, ‘মোহনা এক্সপ্রেস’ দ্বিতীয় এবং ‘আরিফ এক্সপ্রেস’ তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে ‘নয়ন এক্সপ্রেস’ প্রথম ও ‘মায়শা এক্সপ্রেস’ দ্বিতীয় স্থান অধিকার করেছে। ‘গ’ গ্রুপে ‘মোরসালিন এক্সপ্রেস’ প্রথম, ‘জিম এক্সপ্রেস’ দ্বিতীয় এবং ‘স্বাধীন বাংলা এক্সপ্রেস’ তৃতীয় হয়েছে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি, শিক্ষাবিদ মজনু মোহাম্মদ ইসহাক বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সিলিন্ডারসহ গ্যাসের চুলা, রাইস কুকার ও প্রেসার কুকারসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা রবিউল করিম, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, কচুগাড়ি গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মো. বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মাষ্টার, জোনাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য সুজন আলম, সাবেক ওয়ার্ড সদস্য আমিন উদ্দিন ও মান্নান বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ফাইনালে মোট ১৫টি নৌকা অংশগ্রহণ করেছিল। প্রতিটি নৌকায় ৩০-৩৫ জন মাল্লা ছিলেন। পানিতে বৈঠা চালানোর ছলাৎ ছলাৎ শব্দ ও মাল্লাদের ‘ইয়া আলী’, ‘হেঁইও হেঁইও’, ‘আল্লাহ আল্লাহ’ ধ্বনির সঙ্গে হাজার হাজার মানুষের করতালি ও হর্ষধ্বনিতে পুরো বিল মুখর হয়ে ওঠে।

বড়াইগ্রাম, গুরুদাসপুর ও পাবনার চাটমোহর উপজেলার হাজার হাজার নারী, পুরুষ ও শিশু বিলুপ্তপ্রায় এই বাইচ উপভোগ করতে অসংখ্য নৌকায় চেপে সমবেত হওয়ায় পুরো বিল জুড়ে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়।

By News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *