পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়ক যেনো এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে । প্রতিনিয়ত মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে। গত শনিবার সকাল ৬ টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী গ্রীণ লাইন পরিবহন ঢাকা মেট্রো-ব-১২-১৪২৪ বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু হয়েছ। নিহত ব্যক্তি মহিপুর থানাধীন মনোহরপুর গ্রামের জয়দের সিকদারের একমাত্র ছেলে সাগর শিকদার অনু (২৭)। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ্য প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সাগরের সকাল ৬ টায় কাজে যুক্ত হওয়ার কথা ছিল । কিন্তু মোটরসাইকেল নিয়ে মহাসড়ক থেকে অফিসের রাস্তায় ঘোরার সময় পেছনে থাকা গ্রীণ লাইন বাসের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । এই ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।