ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয় টার দিকে এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।

নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর এলাকার মৃত দুদু মিয়ার মেয়ে সহুরা খাতুন (৬২) ও হালিমা খাতুন (৬০) এবং তাদের প্রতিবেশী শাহানা (৬০)।
অপর দুইজন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের পরশ আলীর ছেলে সিএনজি চালক শাহিন (২৩)। অপরজন সিএনজি যাত্রী একই এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাজন (১৭) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে একটি সিএনজি ও ২টি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিলো। এসময় কাভার্ড ভ্যান দুইটি ভৈরব জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় একটি আরেকটিকে অভারটেক করতে গিয়ে সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে সিএনজির চালকসহ ৫ জনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া সাংবাদিকদের জানান, নিহতদের তিনজন নারী কুলিয়ারচর উপজেলার ও অপর দুইজন রায়পুরা উপজেলার বাসিন্দা। তিনি বলেন, কাভার্ড ভ্যান দুইটি আটক করে থানায় নেয়া হয়েছে কিন্তু চালক দুইজন পলাতক। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

By khokan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *