বর্তমান সময়ে দেশে বেকারত্ব একটি বড় সামাজিক সমস্যা। উচ্চশিক্ষা গ্রহণ করার পরও অনেক তরুণ-তরুণী চাকরির সুযোগের অভাবে হতাশায় ভুগছেন। তরুণ প্রজন্মের এই সংকট নিরসনে ভূমিকা রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে চলনবিল প্রবাহ।

আগামী ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৪টায় সরাসরি সম্প্রচারিত হবে চলনবিল প্রবাহের বিশেষ আয়োজন “মানুষের পাশে মানুষ”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুহুল আমিন, সিনিয়র জি.এম. – Southern Garments Ltd. এবং পুরো অনুষ্ঠানটির প্রযোজনায় থাকছেন মো. আবীর হাসান।

চলনবিল প্রবাহের এই আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা চাকরির সুযোগ, শিল্প খাতে কর্মসংস্থান ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আয়োজকরা মনে করছেন, এই অনুষ্ঠান বেকারত্ব নিরসনে তরুণদের অনুপ্রাণিত করবে এবং চাকরির নতুন দ্বার উন্মোচন করবে।

চাকরির সুযোগ পেতে এবং বেকারত্ব থেকে মুক্তির নতুন দিশা জানতে সরাসরি সম্প্রচার দেখুন।

By News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *