নেপালে গত সপ্তাহের দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শপিংমল এবং অন্যান্য ভবন থেকে অনুসন্ধান চালিয়ে মৃতদেহ উদ্ধার অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথোকি বলেন, শপিং মল, বাড়ি এবং অন্যান্য ভবনে আগুন লাগানো বা আক্রমণের শিকার হওয়া অনেকের মৃতদেহ এখন পাওয়া যাচ্ছে।

মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট করা তথ্যে দেখা গেছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতায় কমপক্ষে ২১১৩ জন আহত হয়েছেন। অনেক সরকারি ভবন, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, পুলিশ পোস্ট, ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মার ব্যক্তিগত বাড়িসহ রাজনীতিবিদদের ব্যক্তিগত সম্পদগুলোতে আগুন লাগানো হয়।

By News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *