রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

এই ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ছিল ৩৯ কিলোমিটার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ২০ জুলাই রাশিয়ার কামচাটকা উপদ্বীপে পাঁচটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার মধ্যে সবচেয়ে বড় ছিল ৭.৪ মাত্রার। এর ফলে পার্শ্ববর্তী কিছু দেশেও প্রভাব পড়ে এবং সুনামি সতর্কতা জারি করা হয়।

By News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *