মা হওয়ার সুখবরের পর অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কোনো গ্ল্যামারাস ফটোশুট, কোনো সোশ্যাল মিডিয়া আপডেট— কোথাও ছিলেন না, একেবারে আড়ালে চলে গিয়েছিলেন তিনি।
পাপারাজ্জিদের ক্যামেরাতেও মিলছিল না তার খোঁজ। প্রায় আট মাস পর হঠাৎ নিজের ইউটিউব চ্যানেলে চমকপ্রদ এন্ট্রি দিলেন পরিণীতি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কিছু বছর ধরেই সিনেমার পর্দা থেকে গায়েব পরিণীতি চোপড়া। রাঘব চাড্ডার ঘরনি হয়ে, নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন। প্রায় আট মাসে নিজের একটি গান দিয়ে তার ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি। তবে আট মাস হয়ে গেলেও, সেই ইউটিউব চ্যানেলের জন্য কোনো ভিডিও শুট করতে পারেননি।
এবার, মাতৃত্বকালীন ছুটিতে থেকেও নতুন কাজে কোমর বাঁধলেন এই সুন্দরী। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করে নিজের জীবনের হালচাল সবাইকে শেয়ার করবেন পরিণীতি, তা জানালেন নিজের ইউটিউবে এসে।
২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বাই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তার সুখের সংসার।