কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ এর আগমন উপলক্ষে দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম পৌর এলাকার সবুজ পাড়াস্থ এবি পার্টির জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক। এতে সভাপতি হিসেবে বক্তব্য দেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।
জেলা সাংগাঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ ফজর আলী হক, অর্থ সম্পাদক পনির উদ্দিনসহ জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
সভায় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবি পার্টি। এবি পার্টির নীতি ও আদর্শকে অনুসরণ করে আমাদের সকলকে জনকল্যাণমুখী কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “এবি পার্টি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। সর্বদা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর এ দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। কুড়িগ্রামে তার আগমন যেন সফল ও স্বার্থক হয় সেলক্ষ্যে সকলকে কাজ করতে হবে।”