বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, “শত নির্যাতনের পরও আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হই নাই। আমার বিশ্বাস ছিলো, কোন রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না। ৫ আগস্ট ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে। খুন, দুর্নীতিসহ নানা অপরাধের ফলে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে।” 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মধুরবাজার সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ প্রসঙ্গে এস এম জিলানী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুন্থানের পর অন্তবর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করে। যদিও জাতীয়তাবাদী দল বিএনপি এই নিষিদ্ধের পক্ষে ছিল না। যেহেতু আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ ও বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে নাই, তাই বলে কি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার মানুষ সকল কর্মকান্ড থেকে অবহেলিত থাকবে? গোপালগঞ্জ জেলা কোন বিচ্ছিন্ন জনপদ নয়। ৫ আগস্টের পর এই অঞ্চলের মানুষ যে যেখানে সমস্যায় পরেছে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ধানের শীষ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক। আপনারা আগামী জাতীয় নির্বাচনে এই প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করলে আপনাদের সকল প্রকার সমস্যা নিরসনে কাজ করে যাবো।

মধুরবাজার সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মধুসধূন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান ঠান্ডাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *