লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান শিক্ষক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি (চলবলা ইউনিয়ন শাখা) হৃষীকেশ সরকার ডেইজী।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি এসব পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “দুর্গোৎসব আমাদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এর সফল ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য প্রশাসন, আয়োজক কমিটি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।”
তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন এবং পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাকে স্বাগত জানান এবং পূজা আয়োজনে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন হৃষীকেশ সরকার ডেইজী।