আর্জেন্টিনার সাল্টাতে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। (খবর রয়টার্স)
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯২ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত মে মাসে আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
আর্জেন্টিনায় বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস তুলনামূলকভাবে কম হলেও এর পশ্চিমাঞ্চল সবসময় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।