ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (৬ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তৃতীয় একটি দল গঠনের ধারণা আমার মতে ‘হাস্যকর’। মার্কিন রাজনীতি সবসময়ই দুই দলের ব্যবস্থায় চলেছে এবং তৃতীয় একটি দল শুধু বিভ্রান্তি বাড়াবে।

কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দিয়ে আসার পর মাস্ক গতকাল এক্সে পোস্ট করে জানান যে, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন দল তৈরি করেছেন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ‘একীভূত দল’এর বিরুদ্ধে লড়াই করবে।

ট্রাম্প ও মাস্ক একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। টেসলার প্রধান মাস্ক, দেশটির সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দিতেন, যার কাজ ছিল ফেডারেল ব্যয় কমানোতে সহায়তা করা। মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন যা মার্কিন জাতীয় ঋণ বাড়াচ্ছে। রোববার তিনি বলেন, নতুন দলটি ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন দিতে পারে, তবে পরবর্তী ১২ মাসের লক্ষ্য হবে হাউস ও সিনেটে প্রভাব বিস্তার করা।

সূত্র: বিবিসি নিউজ

By News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *