ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির মাঝেই পুনরায় দেশ দুটি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে। তবে নতুন করে হামলা না চালাতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (খবর আলজাজিরা)
আজ মঙ্গলবার (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ হঁশিয়ারি দেন।
ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল, বোমা ফেলো না। যদি এটা করো, তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের এখনই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো।”