টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের দখলে। আজ দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। হাইভোল্টেজ এই ম্যাচে বাংলাদেশ ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করে। দলের পক্ষে রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়াও শিহাব জেমস ৪০ এবং উইকেট কিপার ব্যাটসম্যান ফরিদ হাসান ৩৯ রান করেন। ১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা বাংলাদেশের পেস বল যেন চোখেই দেখছিলেননা।
টুর্নামেন্টের সবচেয়ে সফল ভারতের দুই ওপেনারকে শুরুতেই প্যাভিলিয়নের ফেরত পাঠান টাইগার পেসার আল ফাহাদ ও মারুফ। এদের মধ্যে আইপিএলের কোটি টাকার বৈভবকেও মারুফ মৃধার পেস বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায়। ইনিংস এর ১২ তম ওভার এসে রিজান হোসেনের আঘাত। ২১ রান করা কার্তিকিয়া ফিরে গেলে ভারত মোটামুটি চাপে পড়ে যায়।
খানিক বাদেই ভয়ংকর রূপে ফিরে আসেন ইকবাল হোসেন ইমন। ভারতের মিডল ওয়ার্ডার ভেঙ্গেচুরে নাস্তানুবাদ করে দেন জুনিয়ার এই পেসার। এরপর ভারতীয় অধিনায়ক এবং দুই আম্পায়ার মিলে চেষ্টা করলেও শেষ রক্ষা আর হয়নি। ভারতীয়রা অলআউট হয়ে যায় ১৩৯ রানে।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক তামিম ৩টি, ইকবাল হোসেন ইমন ৩টি, আল ফাহাদ ২টি, রিজান হোসেন ও মারুফ মৃধা একটি করে উইকেট লাভ করেন। ইকবাল হোসেন ইমন ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন। অভিনন্দন জুনিয়র টাইগার্স।
স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ : ১৯৮(রিজান হোসেন ৪৭, শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসান ৩৯)
ভারত অনূর্ধ্ব ১৯ :
১৩৯( তামিম ২.২-১-৮-৩,ইমন ৭-১-২৪-৩,আল ফাহাদ ৮-০-৩৪-২,মারুফ মৃধা ৮-১-৩৬-১ ও রিজান হোসেন ৪-১-১৪-১)
ফলাফল : বাংলাদেশ ৫৯ রানে জয়ী
চ্যাম্পিয়ন : বাংলাদেশ অনূর্ধ্ব ১৯
রানারআপ : ভারত অনূর্ধ্ব ১৯
প্লেয়ার অব দ্যা ম্যাচ : ইকবাল হোসেন ইমন
প্লেয়ার অব দ্যা সিরিজ : ইকবাল হোসেন ইমন