1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

বড়াইগ্রামের কালিকাপুর ক্লাবের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- হুমায়ন কবীর,সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: ইমরান মাহমুদ ভুইয়া। নব নির্বাচিত সভাপতি এবং সেক্রেটারিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পূর্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন প্যানেলের সহকারি নির্বাচন কমিশনার মো: মজিব ভূঁইয়ার সঞ্চালনায় কার্যকরী কমিটির মিটিং শুরু হয়। শুরুতে পূর্বের কমিটির সভাপতি, সেক্রেটারি এবং কার্যকরী কমিটির সদস্যরা বিগত সময়ের কার্যক্রম নিয়ে আলোচনা,পর্যালোচনা করেন।

তারা বলেন, বিগত সময়ের সীমাবদ্ধতাকে কাটিয়ে আগামী কমিটি ক্লাবের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবেন। এরপরই প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাফিজুর রহমান নতুন সভাপতি হিসেবে – হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক হিসেবে-মো: ইমরান মাহমুদ ভুইয়ার নাম প্রস্তাব করেন।

কার্যকরী কমিটির সকল সদস্য সর্বসম্মতি ক্রমে নতুন সভাপতি, সেক্রেটারিকে সমর্থন জানান।এই কমিটি ২০২৫ –২০২৬ কার্যকালের জন্য নির্বাচিত হয়েছেন।

নতুন সভাপতি, হুমায়ন কবীর তার স্বাগত বক্তব্যে বলেন, কালিকাপুর ক্লাব একটি ঐতিহাসিক ক্লাব। এই ক্লাবের সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করায় সকলের প্রতি মোবারকবাদ।
কালিকাপুর ক্লাব এখন শুধুমাত্র কালিকাপুর গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই ক্লাবটি বনপাড়া পৌরসভাকে ছাপিয়ে বড়াইগ্রাম উপজেলার মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমার একার পক্ষে কখনোই ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাদেরকে সাথে নিয়েই কালিকাপুর ক্লাবকে একটি মানবিক ক্লাবে পরিণত করব। মহান রবের সাহায্য, ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

নতুন সেক্রেটারি মো: ইমরান মাহমুদ ভুইয়া তার স্বাগত বক্তব্যে বলেন, ক্লাবের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করা এবং কালিকাপুর গ্রামের মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।দ্রুত সময়ের মধ্যে ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হবে।

সর্বশেষে সমাপনী বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো: সাইফুল ইসলাম, সহকারি নির্বাচন কমিশনার মো: সুমন মিয়াজী,মোঃ মাহবুব গাজী, মো: মামুনুর রশিদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত