উইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে টাইগার ব্যাটিং ইউনিট। এবার বাংলাদেশের ইনিংস থেমেছে ১৬৪ রানে। আগের দিনের ২ উইকেটে ৬৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে প্রথম ৩০ মিনিট ভালোই করছিলেন সাদমান এবং দিপু। কিন্তু দলীয় ৩৯ তম ওভারে শেমার জোসেফের বলে দিপু বোল্ড হয়ে গেলে ৭৩ রানের জুটি ভেঙ্গে যায়। পরবর্তী ১৫ রানের মধ্যে আরও ৩টি উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ক্যারিবিয়ানদের হাতে তুলে দেয় টাইগার ব্যাটসম্যানরা। শেষ দিকে মিরাজ ও তাইজুল কিছুটা প্রতিরোধ গড়লে ১৬৪ রানে গিয়ে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে মাইকেল লুইস এর একমাত্র উইকেট হারিয়ে দিনের শেষ ৩৭ ওভার ব্যাট করে উইন্ডিজরা ৭০ রান স্কোরবোর্ডে জমা করেন। শেষ বিকেলে বোলিংয়ে কিছুটা আলো ছড়িয়েছেন নাহিদ রানা। টানা ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে কিছুটা অস্বস্তিতে ফেলছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। ইনিংসের একমাত্র উইকেটটিও লাভ করেন তরুণ এই পেসার। তাই
আজ ৩য় দিনে রানার বোলিংটাই হতে পারে টাইগার ক্যাপ্টেনের ট্রাম কার্ড।
স্কোর(২য় দিন পর্যন্ত) :
বাংলাদেশ : ১৬৪/১০
( সাদমান ৬৪, মিরাজ ৩৬, দিপু ২২, তাইজুল ১৬)
উইন্ডিজ: ৭০/১
( নাহিদ রানা ৯-০-২৮-১)