1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

কলাপাড়ায় কৃষক বাজার : প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন

মো: রাকিবুল হাসান ,কলাপাড়া (পটুয়াখালী)
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য যেমন লাউ, কুমড়া, বরবটি, করলা, বিভিন্ন শাকসবজী, ফলমূল ইত্যাদি কৃষকদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রয়ের জন্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কৃষক বাজার এর কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ভলিবল মাঠ সংলগ্ন (প্রেসক্লাব এর পশ্চিম পাশে) স্থানে এই কৃষক বাজার স্থাপন করেছে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী , দোকান ভাড়া এবং কোনো খাজনা-খরচও নেই। এ জন্যে তুলনামূলক কম মূল্যে ভোক্তাগণ কৃষি পণ্য ক্রয় করতে পারছেন। গত ২৩ নভেম্বর   থেকে এই বাজার চালু হয়েছে। প্রতিদিন ভোর বেলা থেকে বিকেল তিনটা পর্যন্ত বাজার কার্যক্রম চলমান থাকে। এদিকে গতকাল থেকে মাছ ও মাংসের কম্বো প্যাকেজের যোগানও শুরু হয়েছে এই বাজারে ।

এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছে কলাপাড়া পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন  ‘আমরা কলাপাড়াবাসী’ । সরাসরি বাজারে উপস্থিত হয়ে নিজেদের উৎপন্ন কৃষি পণ্য বিক্রি করতে পেরে কৃষকরা খুবই উচ্ছ্বসিত।

কৃষক বাজারে কেনাকাটা করতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে অন্য দোকানের চাইতে এখানে কম মূল্যে তরিতরকারি কিনতে পারছি। যারা এই উদ্যোগ নিয়েছে তাদের ধন্যবাদ দিচ্ছি’।

ইসমাইল নামের একজন  কৃষক বলেন , “আমরা নিজেদের পণ্য নিজেরা বিক্রি করে লাভবান হচ্ছি এবং এটা যেন বন্ধ না হয় সেই দাবি জানাচ্ছি “। এলাকাবাসী মনে করেন এই ধারা অব্যাহত থাকলে কৃষি কাজে অনেক মানুষের মনোযোগ বাড়বে।

উল্লেখ্য, মধ্যস্বত্বভোগীরা নিয়মিত কৃষকদের ঠকিয়ে আসছিলেন এবং এতে করে অনেক কৃষক কৃষি কাজ বন্ধ করে দিয়েছিলেন। তাদের আশা এই ধারা অব্যাহত থাকুক এবং কৃষকরা কৃষি কাজে ফিরে আসুক।  এলাকাবাসী উপজেলা প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এমন অভিনব উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে এবং কৃষকরা ফিরে যাক তাদের আপন গন্তব্যে এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত