1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

সন্তান কাঁধে হিমালয়ে ট্রেকিংয়ে কোরীয় অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

পাহাড় ভালো লাগে। তাই তো সুযোগ পেলেই শুটিংয়ের ফাঁকে অবসরে বেরিয়ে পড়েন পাহাড় ট্রেকিংয়ে। সফরসঙ্গী আর কেউ নয়, নিজের ছয় বছর বয়সী ছেলে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে ছেলেকে পরিচয় করিয়ে দেন মা। ছেলেকে পিঠে নিয়ে হিমালয়ের মার্দি হিমাল পর্যন্ত ঘুরে এলেন লি সি ইয়ং। ৪ হাজার মিটারের বেশি উচ্চতার মার্দি হিমালের ভিউ পয়েন্ট পর্যন্ত গিয়েছিলেন এই কোরীয় অভিনেত্রী।

সেই সফরেরই কয়েকটি ছবি গত শুক্রবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, তুষারে আবৃত পর্বতের মধ্যে লি সি ইয়ংয়ের পিঠে চড়ে আছে ছেলে। মা ও ছেলের মুখে রাজ্যজয়ের আনন্দ।

মা ও ছেলের আনন্দঘন মুহূর্ত অনেককে ছুঁয়ে গেছে। লি সি ইয়ংয়ের প্রশংসা করছেন কেউ কেউ। অনেকে লিখেছেন, ‘তুমি মা হিসেবে সেরা।’

গত ১০ নভেম্বর ইনস্টাগ্রামে আরেক পোস্টে এই অভিনেত্রী জানান, নিরাপদে ট্রেক শেষ করেছেন তারা। পরে পোখারার হোটেলে দুই দিন থেকে দক্ষিণ কোরিয়ার পথে রওনা দিয়েছেন।

২০১৭ সালে এক ব্যবসায়ীকে বিয়ে করেন লি। একমাত্র ছেলেকে নিয়ে ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার হাল্লাসান পর্বতে গিয়েছিলেন ৪২ বছর বয়সী এই তারকা অভিনেত্রী।

‘সুইট হোম’, ‘মে আই হেল্প ইউ’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন লি সি ইয়ং। সিরিজের বাইরে ‘নো মার্সি’, ‘দ্য ডিভাইন মুভ’সহ বেশ কয়েকটি সিনেমায়ও তাকে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত