নাটোরের লালপুর উপজেলায় কামড় দেওয়া জীবিত সাপ ধরে হাসপাতালে হাজির হয়েছেন এক শ্রমিক। এমন ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে একটি গোখরা সাপের বাচ্চাসহ হাসপাতালে আসা ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা।
সাপের কামড়ে আহত মো. রফিকুল ইসলাম (৫০) উপজেলার রামকান্তপুর এলাকার বাসিন্দা। তিনি পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকের কাজ করেন।
রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে গরুর খাবার দিতে গোয়াল ঘর থেকে খড় নেওয়ার সময় একটি গোখরা সাপের বাচ্চা তার হাতে কামড় দেয়। সঙ্গে সঙ্গে সাপটি ধরে একটি বালতিতে নিয়ে প্রথমে স্থানীয় ওঝা কাছে এবং পরে হাসপাতালে যান তিনি। পরে চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করান।
চিকিৎসক সোহেল রানা বলেন, রফিকুল ইসলামের ডান হাতের আঙ্গুলে সাপের কামড়ের চিহৃ পাওয়া গেছে; তবে বিষক্রিয়ার তেমন লক্ষণ দেখা যায়নি। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এমন ঘটনায় হাসপাতালে ভিড় জমান রোগীর স্বজন ও আশপাশের লোকজন। পরে হাসপাতালের লোকজন সাপটি মেরে ফেলে।