বগুড়ার আদমদীঘিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪ হাজার ৬০ জন কৃষকদের মধ্যে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: বেনজির আহমেদ, উপজেলা সহকারী কৃষি অফিসার দিপ্তী রাণী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তিলাত, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান প্রমুখ।