বগুড়ার আদমদীঘিতে পলিথিন ব্যবহার বন্ধ করতে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শন করেন ইউএনও রুমানা আফরোজ । এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল ফাহাদ ।
ইউএনও রুমানা আফরোজ জানান, সরকার পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ৷ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য গত ১ অক্টোবর থেকে সুপারশপে এই ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে এবং অন্যান্য বিপনী বিতানে পলিথিন ও পলিপ্রপাইলিনের (টিস্যু ব্যাগ) ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘির কাঁচাবাজারগুলোতে চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। পাশাপাশি অভিযান চলবে অবৈধভাবে পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতেও।
মঙ্গলবার বিকেলে উপজেলার মাছ বাজার, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, তরকারি হাটাসহ বিভিন্ন দোকানে পলিথিন ব্যবহারের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়। পাশাপাশি পলিথিনের ক্ষতিকর দিকসমূহ উল্লেখ করে বাজারের ছোট-বড় ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া পলিথিন ব্যাগ বন্ধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ব্যবসায়ীকে পলিথিনের পরিবর্তে পাটের তৈরী ব্যাগ ব্যবহার করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেন।