নাটোরে নবাগত জেলা প্রশাসক আসমা শাহীনের সাথে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা প্রশাসনের হল রুমে বেলা ১১টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাটোরের নবাগত জেলা প্রশাসক বলেন, নাটোরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। জেলা পর্যায়ে সকল দপ্তরের সাথে সমন্বয় করে ইতিহাস আর ঐতিহ্যবাহী নাটোরকে আরো সামনের দিকে নিতে চাই। এজন্যে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাই।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ সরকার,সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, প্রথম আলো প্রতিনিধি মুক্তার হোসেন, সাংবাদিক রনেন রায়, যুগান্তরের মোঃ শহীদুল হক সরকার ও ডেইলি অবজারভারের এস এম সেদরুল হুদা ডেভিড, এটিএন’র জুলফিকুল হায়দার জোসেফ, এনটিভি’র হালিম খান, সময় টিভি’র আল মামুন, দৈনিক দিনকালের এস এম মনজুর-উল-হাসান ।