অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন প্রকাশ আমিরা চোরাকে ১০ বছর পর নগরের পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতার আমির হোসেন প্রকাশ আমিরা চোরা (৫২), নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজ সারা এলাকার মৃত আবুল হোসেন প্রকাশ ফলান মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, হাতিয়া থানার মামলার অস্ত্র মামলার ১০ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন প্রকাশ আমিরা চোরা নগরের পতেঙ্গা এলাকায় আত্মগোপনে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে ১০ বছর যাবৎ নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।