জয় দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে লস ব্লাঙ্কোরা। ফরাসি ক্লাব লিলের কাছে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে লিলের মাঠে শুরু থেকে অগোছালো ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ২০ মিনিটে ভালো সুযোগ পায় সফরকারীরা। তবে বল জালে পাঠাতে ব্যর্থ হন এন্দ্রিক।
বিরতির ঠিক আগ মুহূর্তে গোল খেয়ে বসে রিয়াল। ডি বক্সের ভেতর কামাভিঙ্গার হাতে বল লাগলে পেনাল্টি পায় লিলে। সেখানে থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন জোনাথন ডেভিড। এগিয়ে থেকে বিরতিতে যায় লিলে।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। একের পর এক আক্রমণ করেও গোল পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই হারে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ৩ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে আছে রিয়াল।