1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ থেকে কুয়াকাটায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস মেলা গুরুদাসপুরের নয়াবাজার ‘কামলার হাট’ : শ্রমজীবিদের শ্রম যেখানে বিক্রি হয় দর-কষাকষি করে গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত জলবায়ু সংকট মোকাবিলায় নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো চাই সন্তান কাঁধে হিমালয়ে ট্রেকিংয়ে কোরীয় অভিনেত্রী ৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক এবার সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না বইমেলা! লালপুরে কামড় দেওয়া জীবিত সাপ ধরে হাসপাতালে শ্রমিক চাটমোহরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নসহ বৃত্তি প্রদান করবে আল-আজহার বিশ্ববিদ্যালয়

ড. আব্দুর রাজ্জাকের অপসারণ ও বিচারের দাবিতে বিএমএসআরআইতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৫ বার পঠিত

ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর, দুর্নীতিবাজ বিএমএসআরআই এর চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক ও তার অনুসারীদের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নিপীড়িত ও বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র সমাজ।

বুধবার রাজধানীর উত্তরাস্থ্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচির সময় হাসপাতালের সেবার কার্যক্রম বন্ধ থাকায় এ সময় অনেক রোগী চিকিৎসা সেবানিতে বিরাম্বনার শিকার হয়।

এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের দেশ ছেড়ে পালানোর পর শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ দেশের সকল প্রতিষ্ঠান থেকেই এই সরকারের দোসরকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু বিএমসআরআইতে এখনো স্বপদে বহাল রয়েছে খুনি হাসিনা সরকারের দোসর, দুর্নীতিবাজ ড. আব্দুর রাজ্জাক ও তার অনুসারীরা। তারা এখনো হাসপাতালের ভিতরে ঘাপটি মেরে নানা রকম ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। এই প্রতিষ্ঠানকে তারা একটি দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।
তাই অবিলম্বে এই দুর্নীতিবাজ ড. আব্দুর রাজ্জাক ও তার দোসরদেরকে অপসারণ করার জোর দাবি জানাচ্ছি।

আন্দোলনরত শিক্ষার্থীরা সময়ে ৫ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলোঃ

০১. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও মামলার হুমকিতাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

০২. কলেজের শিক্ষকদের সঙ্গে যারা মানহানিকর ও অশোভনমূলক আচরণ করেছে তাদের বিচারের আওতায় আনা।

০৩. মেডিকেল অফিসার, রেজিস্টার ও সিনিয়রদের নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য কারীদের শাস্তির আওতায় আনা।

০৪. ক্লাবগুলোকে নতুনভাবে সংস্কার করা।

০৫. মেডিকেল কলেজের বিল্ডিং এর কাজ আগামী ১৫ দিনের মধ্যে চালু করতে হবে।

অন্যথায় চলমান এ আন্দোলন আরো বেগবান হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ সময় নিপীড়িত ও বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত