সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্সবিহীন মুরগির খামার পরিচালনা ও খামার থেকে দুর্গন্ধ ছড়ানোর দায়ে ইউএনও”র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই খামারিকে জরিমানা প্রদান করা হয়েছে।
জানা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজার এলাকায় এক ব্যক্তি লাইসেন্সবিহীন মুরগির খামার পরিচালনা এবং খামার থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ করেন এলাকাবাসী।
অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাইসেন্স ব্যতীত মুরগির খামার পরিচালনা এবং সংশ্লিষ্ট এলাকায় লোকালয়ে দুর্গন্ধ সৃষ্টির জন্য পশুরোগ আইন ২০০৫ এ ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো: আমিনুল ইসলামসহ সলঙ্গা থানা পুলিশ।