প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে উগান্ডা। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা।
আজ বৃহস্পতিবার (৬ জুন) গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পাপুয়া নিউ গিনি। শুরুতেই উগান্ডার বোলিং তোপে পড়ে তারা। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন পাপুয়া নিউ গিনির ব্যাটাররা।
১৯ ওভার ১ বলে ৭৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। দলের পক্ষে হিরি হিরি ১৯ বলে ১৫ ও লেগা সাইকা করেন ১৭ বলে ১২ রান। উগান্ডার পক্ষে আলপেস রমজানি, কসমাস কেউটা জুমা মিয়াগি ও ফ্রান্স নাসুবুগা নেন ২টি করে উইকেট।
৭৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়ে উগান্ডা। দলীয় ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফ্রিকার দেশটি। তবে রিয়াজাত আলি শাহর ব্যাটে জয়ের পথেই থাকে উগান্ডা।
রিয়াজাতের ৫৬ বলে ৩৩ রানে ভর করে ১০ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় উগান্ডা। পাপুয়া নিউ গিনির পক্ষে আলেই নাও নোরম্যান ভানুয়া নেন ২টি করে উইকেট।