অনেক নাটকীয়তার পর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখালেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। আগামী ৫ বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে আসছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
গতকাল সোমবার (৩ জুন) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এমবাপ্পে।
তিনি বলেন, ‘একটি স্বপ্ন সত্যি হল, আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুব খুশি এবং গর্বিত।’
তিনি আরও বলেন, কেউ বুঝতে পারবে না আমি এখন কতোটা উত্তেজিত। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমাকে সমর্থনের জন্য ধন্যবাদ।’
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর গুঞ্জন উঠে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে। এরপর প্রতি মৌসুমেই আলোচনা হলেও পিএসজিতেই থেকে যান ফরাসি এই তারকা। অবশেষে গুঞ্জনের ৭ বছর পর রিয়ালে যোগ দিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।