1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

‘তাণ্ডব’ শুরু লিচুর বাগানে!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে শাকিব খান-সাবিলা নূর জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। 

গতকাল সোমবার (২ জুন) রাতে এ সিনেমার গান ‘লিচুর বাগানে’ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় যেন নতুন ‘তাণ্ডব’ শুরু হয়েছে।

প্রীতম হাসান ও জেফার রহমারে কণ্ঠে গানটিতে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা।

নির্মাতা রায়হান রাফি তার ফেসবুক পেজে গানটি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক। জানালেন, ‘লিচুর বাগানে শতভাগ দেশী’।

এদিকে শাকিব খান গানটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, লিচুর বাগানে ‘তাণ্ডব’ শুরু!

প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন। এর আগে ছবিটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে।

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত