1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

পাবে এতিম, গরিব, দুঃখী, মিসকিন দুঃস্থরা
গুরুদাসপুরে সম্ভাব্য অর্ধলক্ষ কোরবানির পশুর চামড়া থেকে আসবে সোয়া ৫ কোটি টাকা

আবুল কালাম আজাদ, গুরুদাসপুর (নাটোর)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৭ বার পঠিত

ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ চাহেতো আগামী ৭ জুন (১০ যুলহিজ্জ্বাহ) শনিবার মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় উৎসব ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলাতেও খামারি, বেপারি, ব্যবসায়ী, কামার, দোকানদার, কোরবানিদাতা, ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সকল ধর্ম শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে চলছে নানা রকম ঈদ আনন্দ উপভোগের প্রস্তুতি। হিসাব-নিকাশ চলছে কে কত টাকার কোরবানি পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন, কে কত পণ্য ক্রয়-বিক্রি করে লাভবান হবেন। দামের সাথে কোন কার্পণ্য নাই। শুধু সওয়াবের আশায়। কী কোরবানি দিতে পারবেন, গরু না খাসি না ভেড়া? চলছে পরিবারে দর কষাকষি। দিন যতই এগিয়ে আসছে উত্তেজনা ততই বাড়ছে। এখন চলছে কোরবানির দিনের ক্ষণ গণনা। শিশুদের মধ্যে চলছে ঈদের আমেজ। সব মিলিয়ে সাধ্যমত প্রস্তুত কোরবানির পশু ক্রয়ের জন্য নাটোরের গুরুদাসপুরের ধর্মপ্রাণ মুসলমানরা। চলছে ঈদ মাঠ সাজানোর প্রস্তুতি।

বিগত দিনের কোরবানির হিসাবে এবারে উপজেলায় সম্ভাব্য ৪৮ হাজার ২১৬টি পশু কোরবানি হবে বলে আশা করছে গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস। উল্লেখিত সম্ভাব্য কোরবানি পশুর মূল্য হতে পারে আনুমানিক ৩ ‘শ কোটি টাকা। সম্ভাব্য কোরবানির ১৫ হাজার ৮১৬ টি গরু-মহিষের ২২১ কোটি টাকা এবং ৩২৪০৩টি ছাগল-ভেড়ার ৮০ লাখ টাকা আনুমানিক গড় মূল্য ধরে। এর মধ্যে ১৩৭৭২ টি ষাঁড়/ বলদ প্রতিটি গড়ে ১ লাখ ৫০ হাজার টাকা হিসেবে মোট ২০৬ কোটি ৫৮ লাখ টাকা; ১৮৭২ টি গাভী/ বকনা প্রতিটির গড় মূল্য ৭০ হাজার টাকা হিসেবে ১৩ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা; ১৭২ টি মহিষ প্রতিটির গড় মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা হিসেবে মোট ২ কোটি ৫৮ লাখ টাকা; ২৯,১১৮ টি ছাগল প্রতিটি গড়ে ২৫ হাজা টাকা হিসেবে ৭২ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা এবং ৩২৮৫ টি ভেড়া, গাড়ল/ দুম্বা / অন্যান্য প্রতিটি গড় মূল্য ২০ হাজার টাকা হিসেবে মোট মূল্য ৬ কোটি ৫৭ লাখ টাকা। (উল্লেখিত মূল্য বাজারের চেয়েও কম ধরা হয়েছে)।

আসন্ন কোরবানি উপলক্ষে গত ২৫ মে চামড়া ব্যবসায়িদের সাথে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সাংবাদিকদের জানান, ন্যায্য মূল্য নিশ্চিতে কোরবানির পশুর কাঁচা চামড়া রপ্তানি করা হবে। এতে চামড়ার দাম ও চাহিদা বাড়বে। আগ্রহ বাড়বে কোরবানিদাতাদের মধ্যে।

বিগত বছরের চেয়ে এবারে চামড়ার প্রতি বর্গফুট চামড়ার দাম বাড়ানো হয়েছে গরুর ৫ টাকা এবং খাসি-বকরির ২ টাকা অর্থাৎ ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। খাসি প্রতি বঃ ফুট ২২-২৭ টাকা এবং বকরি ২০-২২ টাকা। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করলে গুরুদাসপু্র উপজেলায় সম্ভাব্য কোরবানিকৃত ৪৮ হাজার ২১৬ টি পশুর চামড়ার দাম হবে সোয়া ৫ কোটি টাকা। এর মধ্যে ১৩৭৭২ টি ষাঁড়/ বলদ প্রতিটি গড়ে ২ হাজার ৭০০ টাকা হিসেবে মোট ৩ কোটি ৭১ লাখ টাকা, ৮৪ হাজার ৪০০ টি গাভী প্রতিটির গড় মূল্য ২ হাজার ৫০০ টাকা হিসেবে ৪৬ লাখ ৮০ হাজার টাকা, ১৭২ টি মহিষ প্রতিটির গড় ৩ হাজার ৬০০ টাকা হিসেবে মোট ৬ লাখ ১৯ হাজার ২০০ টাকা, ২৯,১১৮ টি ছাগল প্রতিটি গড়ে ৩০০ টাকা হিসেবে ৮৭ লাখ ৩৬ হাজার টাকা এবং ৩২৮৫ টি ভেড়া, গাড়ল/ দুম্বা / অন্যান্য প্রতিটি গড় মূল্য ৩০০ টাকা হিসেবে মোট মূল্য ৭২ হাজার টাকা। (দ্রঃ উল্লেখিত মূল্য বাজারের চেয়েও কম ধরা হয়েছে)।

বিগত বছরগুলোতে কাঁচা চামড়ার দাম না পাওয়ায় অনিহা ও অবহেলায় পশু থেকে চামড়া ছাড়াতে চামড়ার মান চরম নিম্নমানের ছিল। অথচ, এই চামড়াই দেশের জন্য মোটা অংকের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম ভূমিকা রাখছে সবসময়।

উপজেলার প্রানিসম্পদ অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, বৈদেশিক মুদ্রা অর্জনকারী অর্থকরি চামড়া সম্পদের মানসম্পন্নভাবে পশুর শরীর থেকে সতর্কতার সাথে ছাড়ানো এবং সংগ্রহের জন্য মসজিদে মসজিদে সচেতনামূলক পরামর্শ দেওয়া হচ্ছে প্রানিসম্পদ দপ্তর থেকে। এছাড়া, কাঁচা চামড়া সংরক্ষণের জন্য ৭১টি কওমি, হাফেজিয়া, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে উপজেলা প্রশাসনের উদ্যোগে।

কোরবানির চামড়ার টাকা সাধারণতঃ ধর্মীয় বিধান মতে সম্পূর্ণ হক গরীব, মিসকিন এতিম ও দুঃস্থদের এবং এটি তাদের মধ্যে বিতরণ করা হয়। অথচ, এই গরিব, দুঃখী, এতিম, দুঃস্থ, মিসকিনদের হক বিগত দিনে লুট করেছে সিন্ডিকেটের লুটেরা। তবে এবারে চামড়া ব্যবসায়ীরা দেশের বাইরে চামড়া রপ্তানি করতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছে।বিগত বছরগুলিতে চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বিদেশে চামড়া রপ্তানি বন্ধ ছিল। ফলে কোরবানিদাতারা চামড়ার দাম না পেয়ে নদীতে বা পুকুরে ফেলে দিয়েছে ক্ষোভে। এবারে সরকার বিদেশে চামড়া রপ্তানির সিন্ডিকেট ভেঙ্গে অনুমোদন দেওয়ায় চামড়ার দাম আরও বাড়ার আশা করছেন কোরবানিদাতা এবং খুচরা ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত