নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) কর্তৃক বাস্তবায়নাধীন কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও কারিগরি অভিজ্ঞতা অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কঠিন বর্জ্য ব্যবসথাপনা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা গত ৩০ এপ্রিল রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স (Anex) ভবন হলরুমে অনুষ্ঠিত হয়।
পরিদর্শন ও মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন , সচিব নূর কুতুবুল আলম ও রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ রুমানা আফরোজ প্রমুখ।
সভায় সমাপনী বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।