1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা শাখার উদ্যোগে “মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরপুর প্রিমিয়াম লাউঞ্জ বাফেট রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব ও সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. মোঃ ইব্রাহিম, ঢাকা ডেন্টাল্ কলেজের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারুক সিহাব, সিনিঃ ওয়ারেন্ট অফিসার বিএম ইউসুফ আলী, রোটারি ক্লাব অব ঢাকা পল্লবীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন প্রমুখ।


মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকারের কাছে কিছু সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। তিনি তার সুপারিশে বলেন  ১.মাদকদ্রব্য উৎপাদন ও সরবরাহের লাইসেন্স বন্ধ করতে হবে  ২.পুলিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত থেকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ৩.মাদকদ্রব্য প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পৃথক অধিদফতর গঠন করে সংশ্লিষ্টদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে । ৪.এ পেশার সাথে সম্পৃক্ত মন্ত্রী, এমপি, আমলা, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের ও রাজনৈতিক নেতাদের পদ থেকে অপসারণ করতে হবে। পক্ষান্তরে সৎ ও ন্যায়পরায়ণদেরকে মূল্যায়ন ও পুরস্কৃত করতে হবে, মাদকাসক্ত ব্যক্তি ও মাদকের সাথে জড়িতদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৫.এজন্য কঠোর আইন যেমন মৃত্যুদন্ডের ব্যবস্থা রাখতে হবে। যেরূপ চীন, ইরান, সৌদি আরব প্রভৃতি দেশে এর জন্য কঠোর আইন রয়েছে। বিশেষ করে মাদক চোরাচালানদেরকে এ আইনের আওতায় অবশ্যই আনতে হবে  ৬.সমাজে সাধারণ মাদকাসক্তদেরকে ইসলামী আইনের আওতায় এনে কঠোর ও প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। সাথে সাথে সংশোধনেরও ভাল ব্যবস্থা করতে হবে। ৭.এছাড়া টেলিভিশন, সিনেমা, পত্র-পত্রিকায় এবং স্যাটেলাইটে মাদকতার দৃশ্য, অশ্লীল ছবিসহ সকল অপসংস্কৃতি বন্ধ করতে হবে। এর বিপরীতে মাদকাসক্তি থেকে নিরাময়ের উপায় এবং এর ক্ষতিকর দিকগুলো বেশী বেশী তুলে ধরতে হবে ৮.দেশের সীমান্তসহ মাদক প্রবেশের যতগুলো রুট রয়েছে তা সম্পূর্ণ বন্ধ করতে হবে  ৯.মাদকদ্রব্য নির্মূলের জন্য মাদক নিবারক আইন জরুরি ভিত্তিতে পাস করতে হবে  এবং বাংলাদেশে সর্বত্র ধূমপান নিষিদ্ধের আইন পাস করতে হবে। ভুটান, ভারতের বিভিন্ন প্রদেশ, রাশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ অনেক রাষ্ট্রে ধূমপান নিষিদ্ধ। একই সাথে তামাক উৎপাদন, বিপণন, আমদানী-রপ্তানী, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং এর বিজ্ঞাপন প্রদানসহ সব প্রচার-প্রচারণা বন্ধ করতে হবে। ১০.সামাজিকভাবে মাদকতার ভয়াবহতাকে রুখে দাঁড়ানোর জন্য সম্মিলিত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।


সভায় বক্তারা মাদক ও সন্ত্রাদের কারণ এবং এর ভয়াবহতা তুলে ধরে এর প্রতিকারে ব্যবস্থা নেয়ার আহবান জানান। তারা বলেন একমাত্র ইসলামী অনুশাসন ও মূল্যবোধ থাকলেই এই সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, চাকুরিজীবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত