1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

পাকিস্তানের ভিসা চেয়েও পাননি আদনান সামি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩ বার পঠিত

জন্ম পাকিস্তানে, বেড়ে ওঠাও সেখানেই। কিন্তু, জীবন তাকে টেনে নিয়ে এসেছে প্রতিবেশী দেশ ভারতে, দিয়েছে তারকাখ্যাতি। অসংখ্যা জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি বলিউডকে।

অথচ নিজ মাতৃভূমি পাকিস্তান তাকে দিয়েছে শুধুই কষ্ট আর বেদনাবিধুর অভিজ্ঞতা। এমনকি নিজের মায়ের জানাযাটাও পড়তে পারেননি আদনান সামি। নানা সময়ে নানা রিয়েলিটি শো বা গণমাধ্যমে পাকিস্তনা নিয়ে নিজের বাজে অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

এবার ভারতের জনপ্রিয় শো ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানালেন, মায়ের জানাযায় অংশ নিতে না পারার আক্ষেপ। আদনান সামি বলেন, ২০২৪ সালের অক্টোবরে যখন তার মা মারা যান তখন তিনি পাকিস্তানে গিয়ে জানাযায় যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তার পরিস্থিতি বুঝতে পেরে তাকে সেদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু, তিনি পাকিস্তানে ভিসার জন্য আবেদন করলে সেখান থেকে তার ভিসা প্রত্যাখ্যান করা হয়।

২০১৬ সালে ভারতের নাগরিকত্ব দেওয়া হয় আদনান সামিকে। তাই পাকিস্তানে বসবাসকারী তার মায়ের জানাযায় তাকে অংশ নিতে দেওয়া হয়নি। তার ভিসা প্রত্যাখ্যান করে দেয় পাকিস্তান।

হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের জানাযা দেখেছেন জানিয়ে সামি বলেন, সাক্ষাৎকারে আদনান আরও স্পষ্ট করে জানান, টাকার জন্য তিনি ভারতের নাগরিকত্ব নেননি। অনুরাগীদের ভালোবাসাই তাকে ভারতে থাকতে বাধ্য করেছে। তিনি পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে এদেশে চলে এসেছেন। এখানে এসে সবকিছুই তাকে নতুন করে গড়ে তুলতে হয়েছে।

জন্মসূত্রে পাকিস্তানি আদনান সামি। যদিও ভারতীয় নাগরিক হওয়ার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তার বাবা পাকিস্তানি আর্মি সদস্য হিসাবে ভারতের বিরুদ্ধে লড়াই পর্যন্ত করেছেন। তবে ক্যারিয়ারে ভারতেই প্রথম জনপ্রিয়তা পান এই গায়ক। এরপর থেকেই ভারতেই বসবাস তার। তিনি আর দেশে ফেরেননি। এছাড়া তিনি ভারতের পদ্মশ্রী সম্মানও পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত