নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে গত ২৪ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত একমাসে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ চাউল এবং ৮ শতাংশ বোরো ধান সংগ্রহ করা হয়েছে।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে ১ হাজার ৯০৪ মেট্রিক টন চাল এবং ৩৩৬ মেট্রিক টন বোরো ধান সরকারি নির্ধারিত মূল্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে গত ২৪ এপ্রিল উপজেলা ক্রয় কমিটির সভাপতি ইউএনও ফাহমিদা আফরোজ ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে ১ জুন পর্যন্ত ৭৫৩ মেঃ টন চাউল এবং ৮ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। গত ২০২৩-২৪ অর্থ বছরে ২৯/১০/২৪ তারিখ পর্যন্ত ২ হাজার ৮৮৬ মেট্রিক টনের মধ্যে ২ হাজার ৭৪৪ মেট্রিক টন প্রায় শতভাগ এবং ধান ৫৪৯ মেট্রিক টনের মধ্যে ২৭২ মেট্রিক টন অর্থাৎ ৫০ ভাগ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এবার ২০ জন মিলার চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, গত বছরে ৫২ জন মিলার চুক্তিবদ্ধ ছিলেন।
তিনি আশা করেন, মিলাররা সহযোগিতা করলে নির্ধারিত সময় ৩১/৮/২০২৫ তারিখের আগেই অল্প সময়ের মধ্যেই শতভাগ অর্জন হবে।