টানা বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে।
আজ সোমবার (২ জুন) সকাল থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তাছাড়া, চালু হয়েছে ৪টি ইউনিট।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরে একটি একটি ইউনিট চালু রাখা সম্ভব হয়। এতে উৎপাদন সর্বনিম্নে গিয়ে ঠেকে। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
এর মধ্যে সচল করা হয়েছে ১ নম্বর ইউনিট, ২ নম্বর ইউনিট ও ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াটসহ সর্বমোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।
এদিকে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্থর ছিল ৮৬ দশমিক ৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬.২৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। বৃষ্টিতে পানির লেভেল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।