1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

অবৈধ গ্যাস সংযোগের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে: বিদ্যুৎ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও তিতাস কর্মকর্তা অবৈধ গ্যাস সংযোগের জন্য দায়ী। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আজ রোববার (০১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) নোবেল দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা সাংবাদিকদের বলেন, গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য ৪ কার্গো অতিরিক্ত এল এন জি আমদানি করা হয়েছে। তন্মধ্যে একটি কার্গো আসলেও প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজটি ডকিং এ দুইদিন বিলম্ব হয়। ইতোমধ্যে জাহাজ থেকে গ্যাস ট্রান্সমিশন লাইনে দেয়া সম্ভব হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ৩১ মে সন্ধ্যা থেকেই শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাপ বৃদ্ধি উপদেষ্টার পরিদর্শনকালেই অনুভূত হয় এবং শিল্প মালিকরাও এ বিষয়ে সত্যতা প্রকাশ করেছেন। এতে আরো বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত ৩১ মে আশুলিয়া, চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, গাজীপুর ও ভালুকার শিল্পকারখানায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন।

এ সময় তিনি বেপজা, ঔষধ, পাদুকা, টেক্সটাইল, স্পিনিং, সিরামিক, টাওয়েল ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে মত বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, তিতাস গ্যাস লিমিটেড-এর এমডি শাহনেওয়াজ পারভেজ, পিডিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিম, আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের সিনিয়র জিএম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত