সারা দেশের সব হাসপাতালে প্রবীণদের বিশেষ স্বাস্থ্যসেবায় জেরিয়াট্রিক (প্রবীণদের বিশেষায়িত) ওয়ার্ড চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।
বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ)-এর উদ্যোগে গত শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে। আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। এই উদ্যোগ প্রবীণ নাগরিকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ আলোচনা সভায় নার্সদের উদ্দেশে তিনি বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীর প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে। এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুণ, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক।
স্বাস্থ্য সচিব আরও বলেন, নার্সদের দক্ষতা উন্নয়ন ও পরিচর্যার মান বৃদ্ধির সরকারের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, সাবেক পরিচালক প্রফেসর তাহমিনা আখতার প্রমুখ।