1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

আজ বাজারে আসছে নতুন নকশার নোট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৫ বার পঠিত

ঈদে নতুন নোটের চাহিদা বাড়ে। তাই ঈদুল আজহা সামনে রেখে বাজারে আসছে নতুন নোট। 

আজ রোববার (১ জুন) নতুন নকশার ৩টি নোট বাজারে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ দিন ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট পাওয়া যাবে।

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার নোটে যুক্ত করা হয়েছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে।

এছাড়া, নতুন সিরিজের নোটগুলোতে থিম নেওয়া হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য।

গত ২৯ মে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন ১ হাজার টাকার নোটে সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। নতুন ৫০ টাকার নোটের একপাশে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং অপরপাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ ছাপ। নতুন ২০ টাকার নোটেও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এই টাকার বিস্তারিত ডিজাইন প্রকাশ করেনি।

নোটটিও নতুন সিরিজের আওতায় ১ জুন থেকেই বাজারে আসবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত