ভারি বর্ষণ ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে অনুষ্ঠিত ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (৩১ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
তিনি জানান, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে প্রায় ১৫০ জন সার্ফার নিবন্ধন করেন এবং এবারের প্রতিযোগিতায় বিদেশিদের জন্যও একটি আলাদা ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। কিন্তু, গত ৩ দিন ধরে কক্সবাজারে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পাশাপাশি সাগরে উত্তাল ঢেউ দেখা দেওয়ায় সার্ফিংয়ের উপযুক্ত পরিবেশ ছিল না।
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, শনিবার দুপুর পর্যন্ত আবহাওয়ার উন্নতি হওয়ার অপেক্ষা করা হয়। কিন্তু, কোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সবার সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, পরবর্তীতে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি আলোচনার মাধ্যমে প্রতিযোগিতার নতুন তারিখ নির্ধারণ করবে।