1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

ঈদের দিন শিক্ষার্থীদের খাবারের আয়োজন করবে জবি ছাত্রশিবির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য ঈদের দিন দুপুরে খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

আজ শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদিস্যদের দাওয়াত জানানো হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এই আয়োজনে পৃথক ও পর্দাসহকারে ব্যবস্থা রাখা হবে বলেও উল্লেখ করা হয়।

শাখা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক প্রতিষ্ঠান হওয়ায় অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতা অথবা পরীক্ষার কারণে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারেন না। পরিবার থেকে দূরে থাকায় এবং ঈদের দিনে বাসায় রান্না করার লোক না থাকাসহ তাদের নানা কষ্ট লাঘব করার লক্ষ্যেই ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই প্রতিবছর কোরবানি দিয়ে আসছি এবং কর্মচারীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছি। এবার ক্যাম্পাসে সবাইকে নিয়ে এমন একটি বৃহৎ আয়োজন করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত