দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার (৩১ মে) সকাল ৭টা থেকে এ রুটে ১৮টি লঞ্চ চলাচল করেছে।
পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনার আশঙ্কায় গত বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, নদীতে ঢেউ ও প্রবল স্রোতের কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ শনিবার সকালে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের মধ্যে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হবে।