1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১ বার পঠিত

পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই রাজবাড়ী এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নদীতে বাতাস থাকলেও ফেরি চলাচলে কোনো সমস্যা হয়নি। বর্তমানে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো দীর্ঘ সারি নেই বলেও তিনি জানান।

বর্তমানে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত