নন্দকুজা নদী রক্ষার দাবিতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে ওই মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের জনসাধারণ।
এ্যাড. রাশিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি মজিবুর রহমান মজনু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ডা. মোহাম্মদ আলী, ইমাম হোসাইন পিন্টু, রাফিউল আলম, রাকিবুল ইসলাম, রাকিবুর রহমান রাজা প্রমুখ।
বক্তারা বলেন, নন্দকুজাকে বাঁচাতে দখল ও দূষণ মুক্ত করতে হবে। নদীর পাড় পরিচ্ছন্ন রাখতে হবে। নদীটির উৎস্যমুখ পদ্মার চারঘাটে স্লুইসগেট অপসারণ করতে হবে। নদী খনন ও পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে শহরের ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিও জানান বক্তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, নদীকে প্রাণ দিয়ে রক্ষা করতে চাই। জায়গা প্রাপ্তি সাপেক্ষে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। ইতিমধ্যে নদী সংলগ্ন জিয়া খালটি রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।