1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

হা-মীম গ্রুপের পোশাক কারখানায় আগুন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩ বার পঠিত

সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে নেক্সট কালেকশন লিমিটেড নামে ওই কারখানার গোডাউনে আগুন লাগে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের ফুয়েল ট্যাংকের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে কারখানার কাপড় সংরক্ষিত গোডাউন অংশটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ডিউটিম্যান সোলাইমান বলেন, সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে দ্রুত ব্যবস্থার ফলে অন্তত ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত